মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ০৮:৫৩:০৪

নি'র্মম বাস্তবতা! ইট ভা'ঙছেন মা, শিকলব'ন্দী শিশু

নি'র্মম বাস্তবতা! ইট ভা'ঙছেন মা, শিকলব'ন্দী শিশু

বাংলাদেশে কর্মজীবী মায়েদের সন্তান লালন-পালন এখনও একটি বড় প্রতিবন্ধকতা। যে কারণে নারীরা স্বাবলম্বী হতে চাইলেও বেশিরভাগ ক্ষেত্রে হয়ে উঠে না। বিশেষ করে নিম্ন আয়ের মায়েদের ক্ষেত্রে বিষয়টি আরও সমস্যা। অনেক সময় তা আমাদের কল্পনাকেও হার মানিয়ে যায়।  

বাংলাদেশি আলোকচিত্রী জিএমবি আকাশের একটি ছবিতে সেই নির্ম'ম বাস্তবতারই একটি চিত্র ফুটে উঠেছে। ছবিতে দেখা যায়- ট্রাকের চাকার নাটের সঙ্গে একটি শিশুকে বেঁ'ধে রাখা হয়েছে।

জিএমবি আকাশ ছবিটি সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রকাশ করেন। সাধারণভাবে ছবিটি দেখে যে কেউই চমকে উঠতে পারেন। ভাবতে পারেন শিশুর প্রতি নি'ষ্ঠুরতার কথা বা আরও কিছু।

আলোকচিত্রী তার ফেসবুক ক্যাপশনে জনিয়েছেন, ওই শিশুটির মা একজন কর্মজীবী নারী। শিশুটিও মানসিকভাবে প্রতিবন্ধী। কাজে আসার সময় শিশুটিকে কারও কাছে রেখে আসবেন এমন কেউ নেই ওই নারীর। তাই এক রকম বাধ্য হয়েই ট্রাকের সঙ্গে বেধে রেখে তিনি ইট ভা'ঙার কাজ করছেন।  ছবিটি ফেইসবুকে প্রকাশের পর নেটিজেনদের দৃষ্টি কেড়ে নেয়। এবং তা মুহূর্তেই ভাই'রালও হয়ে যায় ছবিটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে