বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১২:৫১:৩৪

ডিবিতে আরিফকে দেখেই চি'ৎকার করে যা বললেন সাবরিনা

ডিবিতে আরিফকে দেখেই চি'ৎকার করে যা বললেন সাবরিনা

নিউজ ডেস্ক : নমুনা পরীক্ষার নামে জা'লজা'লিয়াতির অভি'যোগ তদ'ন্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীকে মু'খোমুখি করেছে। এ সময় আরিফকে দেখেই সাবরিনা চি'ৎকার করে ওঠেন। তার দিকে খেপে গিয়ে গা'লিগালা'জ করতে থাকেন। আরিফকে উদ্দেশ করে বলেন- ‘তোর জন্যই আজ আমার এই অবস্থা। তুই আমাকে শেষ করে দিয়েছিস। সবকিছু করে এখন আমাকে ফাঁ'সিয়েছিস।’ আরিফও পাল্টা জবাবে বলেন, ‘সব দোষ কি আমার? তুমি তো এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলে। তুমিও জানতে সবকিছু।’ 

গতকাল সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এভাবেই দুজনের মধ্যে কিছুক্ষণ চলে বাকবিত'ন্ডা। গ্রে'ফতারের পর থেকে নিজেকে জেকেজির চেয়ারম্যান হিসেবে অস্বী'কার করতে থাকলেও আরিফের মুখোমুখি হয়ে সে বিষয়ে গতকাল চুপসে যান সাবরিনা। আরিফ তাকে অভি'যুক্ত করে জেকেজির নানা কর্মকান্ডে সম্পৃক্ততা ফাঁ'স করতে থাকলে ডা. সাবরিনার আর কিছুই বলার থাকে না। এক পর্যায়ে তদ'ন্ত কর্মকর্তাদের সামনে মাথা নিচু করে বসে থাকেন।

জেকেজি বাসা থেকে সংগ্রহ করা করোনা পরীক্ষার নমুনা স্বাস্থ্য অধিদফতরে পাঠাত না। সংগ্রহ করা নমুনা ড্রেনে ও ওয়াশ রুমে ফেলে তা নষ্ট করে ফেলা হতো। আদালতে প্রতিষ্ঠানটির কর্মচারীর দেওয়া জবানব'ন্দিতে এমন তথ্য বেরিয়ে এসেছে। 

এদিকে জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ চৌধুরীকে গতকাল আবারও চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান এই আদেশ দেন। এর আগে গত ১৩ জুলাই জেকেজির চেয়ারম্যান ও আরিফ চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকালই দুজনকে মু'খোমুখি করা হয়।

তদ'ন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রে'ফতারের পর আরিফ চৌধুরী দোষ চাপিয়েছেন স্ত্রী সাবরিনাসহ প্রতিষ্ঠানের চারজনের বিরু'দ্ধে। অন্যদিকে সাবরিনা বলেছেন, যা কিছু ঘটেছে তার দায় স্বামীর। তিনি জা'লজা'লিয়াতির বিষয়গুলো বুঝতে পারেননি। জেকেজিতে অ'পরাধ হয়েছে, এ ব্যাপারে তারা নিশ্চিত। কার দায় কতটুকু তা নির্ধারণে দুজনকে মু'খোমুখি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে