শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ০৮:০৬:৫৯

সাত কলেজের সকল পরীক্ষা এবার যে পদ্ধতিতে নেওয়ার সিন্ধান্ত

সাত কলেজের সকল পরীক্ষা এবার যে পদ্ধতিতে নেওয়ার সিন্ধান্ত

নিউজ ডেস্ক : করোনাভাইরাস পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল পরীক্ষা ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনা পরবর্তী পরীক্ষাগুলো ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে। এক্ষেত্রে খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে