শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১২:১৫:০২

ছোট ভাইকে শেষবারের মতো বিদায় দিতে কিশোরগঞ্জ যাবেন রাষ্ট্রপতি

 ছোট ভাইকে শেষবারের মতো বিদায় দিতে কিশোরগঞ্জ যাবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযো'দ্ধা মো. আবদুল হাই করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন। শুক্রবার মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা যান তিনি। ছোট ভাইয়ের জা'নাজায় অংশ নিতে রবিবার গ্রামের বাড়ি মিঠামইনের কামালপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ভেন্টিলেশনে থাকা অবস্থায় আবদুল হাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানান রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, তার করোনা পজিটিভ ছিল। রাত সোয়া ১টায় তিনি মা'রা যান। তার মরদেহ বর্তমানে সিএমএইচের মরচুয়ারিতে রাখা হয়েছে। আগামীকাল রবিবার স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজার পর পারিবারিক কব'রস্থানে দা'ফন করা হবে। আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাষ্ট্রপতির ভাই মুক্তিযো'দ্ধা আবদুল হাইয়ের মৃ'ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত আবদুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে