শনিবার, ১৮ জুলাই, ২০২০, ০৪:৫৯:০৮

প্র'তা'রক সাহেদের যা হওয়ার ইচ্ছা ছিল, জানলে অবা'ক হবেন

প্র'তা'রক সাহেদের যা হওয়ার ইচ্ছা ছিল, জানলে অবা'ক হবেন

নিউজ ডেস্ক : গ্রে'প্তা'র এ'ড়িয়ে আদালতে আ'ত্মস'ম'র্পণ করে কীভাবে রি'মা'ন্ড থেকে মু'ক্তি পাওয়া যায়, সেই ফ'ন্দি আঁ'টছিলেন ভ'য়ঙ্ক'র প্র'তা'রক মো. সাহেদ ওর'ফে সাহেদ করিম। তাই আ'ত্মগো'পনে থেকে দ'ফায় দ'ফায় আইনজীবীদের সঙ্গে তার যোগাযোগ চ'লছিল। এমনকি একটি বিদেশি দূ'তাবাসে আশ্র'য়েরও চে'ষ্টা করেছিলেন অর্ধশতাধিক মা'মলার এই আ'সা'মি। তবে কোনো পরিক'ল্পনাই শেষ পর্যন্ত সফল হয়নি। আইনশৃ'ঙ্খলা বাহি'নীর জি'জ্ঞা'সাবাদে সাহেদ নিজেই চা'ঞ্চ'ল্যকর এসব ত'থ্য জানিয়েছেন। র‌্যাবের হাতে গ্রে'প্তারের পর তিনি এখন ১০ দিনের রিমা'ন্ডে ঢাকা মহানগর গোয়ে'ন্দা পুলিশের হে'ফা'জতে আছেন। গতকাল শুক্রবার ছিল রিমা'ন্ডের দ্বিতীয় দিন।

জি'জ্ঞা'সাবাদের সঙ্গে যু'ক্ত গোয়ে'ন্দা কর্মকর্তারা জানান, সাহেদের পরিক'ল্পনা ছিল কয়েক বছরের মধ্যে মন্ত্রী হওয়ার। তা বা'স্তবা'য়ন করতেই ট'কশো'র মাধ্যমে পরিচিতি বা'ড়ানোর চে'ষ্টা করছিলেন তিনি। পাশাপাশি ক্ষমতাসীনদের সঙ্গে সুস'ম্পর্ক র'ক্ষা করে নিজেকে দলের একনি'ষ্ঠ কর্মী হিসেবেও প্রতিষ্ঠিত করার চে'ষ্টা চা'লাচ্ছিলেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে থাকা তার ছবিই এর প্রমাণ। এদিকে প্র'তার'ক সাহেদের কয়েক সহযোগীকে গ্রে'প্তারের পর বে'রিয়ে আসছে তার প্র'তারণার নানা চা'ঞ্চল্যকর ত'থ্য। গতকাল আরও দুই সহযোগীকে গ্রে'প্তারের ত'থ্য জানিয়েছে র‌্যাব।

গত বৃহস্পতিবার বিকালে ঢাকার আশুলিয়া থেকে গিয়াস উদ্দিন জালাল ও মাহমুদুল হাসানকে ৪৮টি চেকবইয়ের পাতা, রিজেন্ট গ্রুপের অফি'সিয়াল সিল এবং সাহেদের ব্য'বহৃ'ত প্রাইভেটকারসহ গ্রে'প্তার করা হয়। ওই গাড়ি থেকে উ'দ্ধা'র করা হয়েছে ২ হাজার ১২০ পিস ই'য়া'বা এবং ১০ বো'তল ফে'নসি'ডি'ল। তাদের বিরু'দ্ধে আশুলিয়া থানায় র‌্যাব বা'দী হয়ে মা'দ'ক আইনে মা'মলাও করেছে। র‌্যাব বলছে, উ'দ্ধা'র হওয়া প্রাইভেটকারটি সাহেদ করিম ব্য'বহার করত। আর গ্রে'প্তার জালাল উদ্দিন রিজেন্ট গ্রু'পের এমডি মাসুদ পারভেজের ভা'য়রাভাই।

সাহেদ করিম রিজেন্ট গ্রু'পের নাম ব্যবহার করে অ'পক'র্ম করেছেন বলে রিজেন্ট গ্রু'প লিমিটেডের পক্ষ থেকে গণমাধ্যমে বি'জ্ঞ'প্তি পাঠানো হয়েছে। এ নিয়ে ২০১৫ সালে রিজেন্ট গ্রু'প সাহেদকে লি'গ্যা'ল নো'টিশ দিয়েছে বলেও দা'বি করা হয়েছে। তারা বলছে, ক্ষমতাশালীদের কাছের মানুষ হওয়ার কারণে সাহেদ রিজেন্ট গ্রু'পের নাম ব্যবহার করে নানা অ'পক'র্ম করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে