শনিবার, ১৮ জুলাই, ২০২০, ০৯:৩৬:৫৮

করোনা রোগীরদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ফজলে নূর তাপসের উপহার ‘ফলের ঝুঁড়ি’

করোনা রোগীরদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ফজলে নূর তাপসের উপহার ‘ফলের ঝুঁড়ি’

ঢাকা: ওয়ারীর লকডাউনকৃত এলাকায় করোনাভাইরাসে আক্রা'ন্ত রোগীরদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপহার ‘ফলের ঝুঁড়ি’।করোনায় আক্রা'ন্ত রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আরোগ্য কামনায় ডিএসসিসি মেয়র তাপসের এ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে এবং আইইডিসিআর’র স্বাস্থ্যবিধি অ'নুসর'ণপূর্বক স্বে'চ্ছাসেবীরা করোনায় আক্রা'ন্ত রোগীদের ঘরে ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছেন। আনারস, মালটা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আম এই ৮ ধরনের ফল দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুলাই ভোর হতে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর হতে এই পর্যন্ত সবমিলিয়ে করোনায় আক্রা'ন্ত ৭৭ জন রোগী রয়েছেন। এর মধ্যে আজ ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহার সামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়। বাকি রোগীদের বাসায় আগামীকাল রোববার এ উপহার সামগ্রী পাঠানো হবে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রা'ন্ত হবেন তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো অব্যাহ'ত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে