বুধবার, ২২ জুলাই, ২০২০, ০৪:২৩:২১

ফোনে যে দুই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করলেন ইমরান খান

ফোনে যে দুই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করলেন ইমরান খান

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রেস বিবরণীতে জানানো হয়েছে দুই প্রধানমন্ত্রী বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে কথা বলেন। ১৫ মিনিট স্থায়ী ওই ফোন কলে করোনা ও বন্যা নিয়ে আলোচনা করেন তারা। তবে এর বাইরে অন্য কোনো ইসু ছিল কি না তা জানা সম্ভব হয়নি। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মতে, আজ ১৩: ৩০ ঘটিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোন করেন। দু'নেতার কথপোকথন প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাস পরি'স্থিতি ও এর মো'কাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান। 

প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সং'ক্র'মণ মো'কাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধ'রেন। এরপর ইমরান খান শেখ হাসিনার নিকট বাংলাদেশের বন্যা পরি'স্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি তাকে চলমান বন্যার সার্বিক পরি'স্থিতি সম্পর্কে অবহিত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে