সোমবার, ২৭ জুলাই, ২০২০, ০৯:২০:০১

তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামা'রিকালীন এবং পরবর্তীকালে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সৃজনশীল ধা'রণা এবং উদ্ভা'বনী চিন্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্র'ক্রিয়ায় সম্পৃক্ত হতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ কর্মক্ষেত্রে গতি এবং পরিমাণ উভয়টিই অত্যাবশ্যকীয় করে তুলেছে।

সোমবার 'ঢাকা ইয়ূথ ক্যাপিটাল ২০২০' এর ভার্চ্যুয়াল সম্মেলনে ভিডিও বার্তায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। এই মেগা ইভেন্টের থিম 'একটি স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য: সমতা এবং সমৃদ্ধি'। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ চাইলে অর্থনৈতিক এবং নির্বাহী নিয়'ন্ত্রণের ক্ষেত্রে অন'ড়তা বেছে নিতে পারে। আবার অপ্র'তিরো'ধ্য বা'ধা অতি'ক্রম করতে নতুন ধা'রণা, নম'নীয়তা এবং গতিশীলতা বেছে নিতে পারে। এক্ষেত্রে যুবকদের তাদের ভবিষ্য নির্মাণে ধারণা এবং উদ্ভা'বনী শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হওয়ার বিরাট সুযোগ রয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামা'রি সরকার, বেসরকারি খাত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং নেতাদের কাছে সর্বত্র বিশেষ চাহিদা তৈরি করেছে। এই সং'কটে কী ধরনের নেতৃত্ব প্রয়োজন, তা পূর্ব নির্ধারিত নয়। কিন্তু এ প্র'ক্রিয়ার সঙ্গে মানুষের মাইন্ডসেট এবং আচরণ সম্পৃক্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে