নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামা'রীর মধ্যে ক্ষ'তিগ্র'স্ত মানুষের সহায়তায় জন্যে জরুরি খাদ্য ও ওষুধ সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সহায়তা সংস্থা 'কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি' (কোইকা)-এর মাধ্যমে এক হাজার ৮০০ প্যাকেজ এবং তিন হাজার 'পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট' (পিপিই) বিতরণ করা হয়েছে।
ঢাকায় দক্ষিণ কোরীয় দূতাবাস জানিয়েছে, রাজধানীর মুগদা এলাকায় ক্ষ'তিগ্র'স্ত মানুষদের পাশাপাশি ফ্রন্টলাইন নার্সদের মাঝেও এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে কাকরাইলে অবস্থিত এইচআর ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লী জেং-কিয়েন, বাংলাদেশে কোইকার কান্ট্রি ডিরেক্টর ইয়াং-আহ দোহ, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের পরিচালক (প্রশাসন, শিক্ষা ও প্রশিক্ষণ) মোহাম্মদ আব্দুল হাই ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক কাউন্সিলর চিত্তরঞ্জন দাস উপস্থিত ছিলেন।
মহামা'রীর জরুরি পরি'স্থিতির কারণে দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত লী জেং-কিয়েন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার আগেই এমন মানবিক কার্যক্রমে অংশ নিলেন। তিনি বলেন, ''আজকের সহায়তা হলো মহামা'রীর অভাবনীয় সং'কটে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশে কোরিয়ার অঙ্গীকারের অংশ।' কোইকার কান্ট্রি ডিরেক্টর ইয়ং আহ-দোহ বলেন, ''কোভিড-১৯ বিরো'ধী লড়া'ইয়ে কোইকা বাংলাদেশের পাশে থাকবে। মহামা'রীর প্রভা'ব মো'কাবেলায় বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন দিয়ে যাবে।''
মহামা'রীতে আক্রা'ন্ত মুগদা এলাকায় প্রান্তিক মানুষের মধ্যে খাদ্য ও স্যানিটারি সামগ্রির ১৮০০ প্যাকেট দেয়া হয়। এসব প্যাকেটে চাল, ডাল, সুজি, সয়াবিন তেল, চিনি, লবন, গুড়– দুধ, জীবা'ণু মুক্তকারী সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, লন্ড্রি সাবান এবং টুথ পেষ্ট দেয়া হয়। যেসব নার্স ঝুঁ'কি নিয়ে কাজ করছেন তাদের জন্যে দেয়া হয় তিন হাজার পিপিই।