সোমবার, ১০ আগস্ট, ২০২০, ০২:৫৬:০২

স্যার রি'মান্ডটা একটু কনসিডার করেন, আদালতে দাঁড়িয়ে বিচারককে সাহেদ

স্যার রি'মান্ডটা একটু কনসিডার করেন, আদালতে দাঁড়িয়ে বিচারককে সাহেদ

পদ্মা ব্যাংকের (সাবেক দ্য ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের অভি'যোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের সাত দিনের রিমা'ন্ড মঞ্জুর করেছেন আদালত। রিমা'ন্ডের আদেশের পর সাহেদ বিচারকের উদ্দেশে বলেন, স্যার রিমা'ন্ডটা একটু কনসিডার করেন।

আজ সোমবার (১০ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ রিমা'ন্ড মঞ্জুর করেন। রিমা'ন্ড শুনানিতে সাহেদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানির শুরুতে বিচারক সাহেদকে বলেন, আপনার কি কিছু বলার আছে?

সাহেদ তখন বলেন, স্যার বিশ দিন ধরে রিমা'ন্ডে আছি। সামনে আরও ২৭ দিনের রিমান্ড আছে। আমি খুব অসুস্থ। বিষয়টা বিবেচনা করেন। এরপর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানিতে বলেন, সাহেদ পদ্মা ব্যাংকের টাকা আত্মসাত করেন। তাকে রিমা'ন্ডে নিলে প্রকৃত রহস্য উদঘাটন হবে। এরপর বিচারক তার সাত দিনের রিমা'ন্ড মঞ্জুর করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে