মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১০:১৯:৫৫

ব্রেকিং- করোনা ভ্যাকসিন পেতে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ

ব্রেকিং- করোনা ভ্যাকসিন পেতে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়ে বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে রাশিয়া। এর পরপরই সেখানে আমাদের দূতাবাস এ নিয়ে কাজ শুরু করেছে। প্রথম দিকে ভ্যাকসিন পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রণালয় এ নিয়ে যথেষ্ঠ সজাগ রয়েছে। রাশিয়ার ভ্যাকসিন পাওয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যথা সময়ে বিস্তারিত জানাবে।

রাশিয়ার ভ্যাকসিন পাওয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে থাকা বাংলাদেশি চিকিৎসকরা। তারা বলছেন, একাধিক হিউম্যান ট্রায়ালে শতভাগ নিরাপদ এ ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বে-নজির আহমেদ মনে করেন, প্রতিযোগিতার বাজারে রাশিয়া অনেকখানি এগিয়ে গেছে। রুশ গবেষকরা বলছেন, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি যেসব ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তাদের থেকেও নিরাপদ হলো রাশিয়ার ভ্যাকসিন। যা আশার আলো দেখাচ্ছে বিশ্ববাসীকে।

মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বে প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। ভ্যাকসিনটি পরীক্ষার পরে মস্কোর গামালিয়া ইনস্টিটিউট এটি তৈরি করেছে।

পুতিন বলেন, তার দুই কন্যার সন্তানের মধ্যে এক জনের শরীরে ইতিমধ্যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং ইনজেকশনের পরে তার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়ে ছিল। এখন তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে। শিগগিরই ব্যাপক হারে উৎপাদন শুরু হবে।-আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে