রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ০৫:৪৪:৫০

দক্ষিণ এশিয়ায় করোনায় সবচেয়ে খারাপ অবস্থা ভারতের

দক্ষিণ এশিয়ায় করোনায় সবচেয়ে খারাপ অবস্থা ভারতের

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস ম'হামা'রিতে বি'পর্য'স্ত দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ও আফগানিস্তানে করোনায় আ'ক্রা'ন্ত হয়েছেন কমপক্ষে ৩২ লাখ ২৫ হাজার ৮৮২ জন। এসব দেশে প্রাপ্ত ত'থ্য অনুযায়ী মা'রা গেছেন কমপক্ষে ৬১ হাজার ৩৯৭ জন। সব দেশেই ঘ'টেছে সং'ক্র'মণ। এর মধ্যে সবচেয়ে ভ'য়াব'হ অবস্থা ভারতের। 

ভারতে আ'ক্রা'ন্ত হয়েছেন কমপক্ষে ২৫ লাখ ৯০ হাজার ৫০১ জন। মা'রা গেছেন কমপক্ষে ৫০ হাজার ৯৯ জন। আর আ'ক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে ভাল অবস্থায় আছে শ্রীলঙ্কা। সেখানে প্রাপ্ত তথ্য অনুযায়ী আ'ক্রা'ন্ত হয়েছেন মোট ২৮৯০ জন। মা'রা গেছেন মাত্র ১১ জন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের পরেই সবচেয়ে খারাপ অবস্থা পাকিস্তানের। সেখানে আ'ক্রা'ন্ত হয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৭১৭ জন। মা'রা গেছেন ৬ হাজার ১৬৮ জন। 

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভ'য়াব'হতার দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এখানে শনিবারের ত'থ্য অনুযায়ী আ'ক্রা'ন্ত হয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জন। মা'রা গেছেন ৩ হাজার ৬২৫ জন। ভারতে প্রতিদিন মৃ'ত্যুর সংখ্যা প্রায় ১০০০। এ অবস্থায় অর্থনীতির চাকা সচল রাখতে বেশির ভাগ দেশেই লকডাউন শিথিল করা হচ্ছে। আবার কোনো কোনো দেশে স্থানীয় পর্যায়ে লকডাউন করা হচ্ছে।

রোববার ভারতে নতুন সং'ক্র'মণ রেকর্ড করা হয়েছে ৬৩ হাজার ৪৮৯। মা'রা গেছেন ৯৪৪ জন। পাকিস্তানে মোট আ'ক্রা'ন্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৪৬১। মা'রা গেছেন ৬১৬৬ জন। সবচেয়ে খা'রা'প অবস্থা সেখানকার সিন্ধু প্রদেশে। সেখানে আ'ক্রা'ন্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৯০৪ জন। ওদিকে, নেপাল সরকার ১০ই আগস্ট জেলা ও সাব-জেলা পর্যায়ের কর্তৃপক্ষকে স্থানীয় পর্যায়ে লকডাউন আরো'পের সিদ্ধান্ত ঘোষণা করেছে।

সেখানে বেশির ভাগ রেস্তোরাঁ, হোটেল এখন খোলা থাকলেও সিনেমা হল, সেলুন এবং স্পা ব'ন্ধ রয়েছে। দক্ষিণ এশিয়া তথা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম করোনা ভাইরাস ধ'রা পড়ে নেপালে। ৫ই জানুয়ারি চীন থেকে ফেরা এক ব্যক্তির দেহে প্রথম করোনা শ'না'ক্ত হয় ২৩ শে জানুয়ারি। ২রা জুলাই দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে কমপক্ষে একজন করে করোনা রোগী শ'না'ক্ত হয়। লকডাউন আরো'প করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ও মালদ্বীপ। কোয়ারেন্টিন কার''ফিউ জারি করে শ্রীলঙ্কা। 

দেশজুড়ে লকডাউন ঘোষণা করে ভারত ও নেপাল। আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে বিভিন্ন রকম ক'ঠো'রতা অবল'ম্বন করে কিছু দেশ। কিছু দেশ তাদের সীমান্ত পুরোপুরি ব'ন্ধ করে দেয়। স্থ'গিত করে দেয় বেশির ভাগ আন্তর্জাতিক ফ্লাইট। করোনা ভাইরাসে আ'ক্রা'ন্তের দিক দিয়ে চীনকে টপকে যায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। মধ্য মে'তে চীনকে এ হিসাবে টপকে যায় প্রথম দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ভারত। এরপর দ্বিতীয় দেশ হিসেবে পাকিস্তান চীনকে টপকে যায়। ১৩ই জুন চীনকে টপকে তৃতীয় দেশ হয় বাংলাদেশ। 

আবার ১০ই জুন স'ক্রি'য় সং'ক্র'মণের চেয়ে প্রথম সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে যায় ভারতে। এ ঘ'টনা ৩রা জুলাই ঘটে পাকিস্তানে। আর ১২ই জুলাই একই ঘ'টনা ঘ'টে বাংলাদেশে। সার্কভুক্ত দেশগুলো করোনা মহামা'রিতে সহযোগিতামুলক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন প্রস্তাব করেন। তিনি এক কোটি ডলারের একটি তহবিল গড়ে তোলার আহ্বান জানান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে