সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৩:৪৭

শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড, আটক ৬

শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড, আটক ৬

ঢাকা : প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় অন্তত: ৭ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার সময় তাদের আটক করা হয়।

তবে পুলিশের দাবি, তারা উচ্চ আদালতের বিচারাধীন বিষয় নিয়ে মানববন্ধন করতে চেয়েছিলেন। তাৎক্ষণিকভাবে আটকদের নামপরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ এনে ফল বাতিলের দাবিতে সকালে আটকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করছিল।

যেহেতু বিষয়টি নিয়ে ইতোমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে তাই বিচারাধীন বিষয় নিয়ে কেউ রাস্তায় নামাতে পারেন না। আগে রিটটি নিষ্পত্তি হতে হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি আরো জানান, নিষেধ করা পরও মানববন্ধনের চেষ্টা করায় তাদের আটক করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই ১৮ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে ৪৮,৪৪৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার ৫৮.৪ শতাংশ।
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে