সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ০৫:০০:২১

জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধা'ন্ত হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৫ আগস্টের পর

জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধা'ন্ত হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৫ আগস্টের পর

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর সি'দ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধা'ন্ত হয়নি।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব হোসেন এ কথা বলেন। তিনি বলেন, এসব বিষয়ে সি'দ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেয়া হবে। এইচএসসি পরীক্ষা নিয়ে মাহবুব হোসেন বলেন, এটা গোপন কোনো সি'দ্ধান্ত নয়। আমরা প্রকাশ্যে একটি ঘোষণা করব। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করব।

তিনি বলেন, আমি অনুরোধ করব, সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সি'দ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গু'জব বা কোনো ম'ন্তব্য করা থেকে বিরত থাকতে। উল্লেখ্য, সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে