মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ১২:৫৮:৫৩

জনগণকে জি'ম্মি করে পকেট কা'টছেন পরিবহন মালিক শ্রমিকরা

জনগণকে জি'ম্মি করে পকেট কা'টছেন পরিবহন মালিক শ্রমিকরা

নিউজ ডেস্ক : পরিবহন মালিক-শ্রমিকরা জনগণকে জি'ম্মি করে পকেট কা'টছে বলে মন্তব্য করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেছেন, ভাড়া বাড়িয়ে সরকার অ'ন্যায় করেছে। জনগণের পকেট কা'টার সুযোগ করে দিয়েছে। অবিল'ম্বে এ বাড়তি ভাড়া প্রত্যাহারের জন্য ক্যাবের পক্ষ থেকে দাবি জানিয়েছেন তিনি। গতকাল সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

গোলাম রহমান বলেন, করোনার সময় গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে সরকার অ'ন্যায় করেছে। সরকার করোনায় সময় অনেক ভালো কাজ করেছে। অনেক ভালো সি'দ্ধান্ত নিয়েছে। তবে ভাড়া বাড়ানোর সিদ্ধা'ন্তটা হচ্ছে একটা ম'ন্দ সি'দ্ধান্ত। সরকারের উচিত অবিলম্বে ভাড়া বাড়ানোর সি'দ্ধান্ত প্র'ত্যাহার করা। ক্যাবের পক্ষ থেকে আমরা যোগাযোগমন্ত্রীকে চিঠি লিখেছি। আমরা বিবৃতি দিয়েছি যে, ভাড়া বাড়ানোটা সঠিক হয়নি। যেসব শর্ত দিয়েছেন তাও বাস্তবসম্মত বলে মনে হয় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে