বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১০:২৮:১৪

এবার মোবাইলে অসৎ পুলিশ সদস্যদের বিরু'দ্ধে সাধারণ মানুষের অভি'যোগ শুনবেন আইজিপি

 এবার মোবাইলে অসৎ পুলিশ সদস্যদের বিরু'দ্ধে সাধারণ মানুষের অভি'যোগ শুনবেন আইজিপি

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের রয়েছে অনেক সাফল্যগাঁ'থা গৌ'রবময় ইতিহাস। তবে মু'ষ্টিমেয় কিছু পুলিশ সদস্যের অপেশা'দার আ'চরণ ও কর্মকা'ণ্ডের জন্য ম্লা'ন হতে বসেছে সব সাফল্য। তাই তাদের বিরু'দ্ধে ব্যবস্থা নিতে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ খোলা হয়েছে।

আইজিপিস কমপ্লেইন সেলে সাধারণ মানুষ অসৎ পুলিশ সদস্যদের বিরু'দ্ধে অভি'যোগ করতে পারবেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশের অপে'শাদার কর্মকা'ণ্ডের জন্য ভু'ক্তভো'গীরা অভি'যোগ কোথায় বা কাকে দেবেন এ নিয়ে সি'দ্ধান্তহী'নতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অ'ভিযু'ক্ত পুলিশ সদস্যকে শা'স্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ চালু রয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকে।
জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনো অপে'শাদার ও অনৈ'তিক কর্মকা'ণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং [email protected] ইমেইলে এ অভি'যোগ করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির (ডিঅ্যান্ডপিএস-১) তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে