বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ০৬:১২:২৯

হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হলো বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা'কে, ভর্তি সিএমএইচে

হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হলো বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা'কে, ভর্তি সিএমএইচে

নিউজ ডেস্ক : বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মিসেস  মালেকা খাতুনকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি ডফিন হেলিকপ্টারযোগে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টা ১৪ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দরে আনা হয়েছে। 

পরে তাঁকে ঢাকা সিএমএইচে স্থা'নান্তর করা হয়। তাঁর বয়স আনুমানিক ৯৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার এই বীরমাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তাঁর স্বজনরা জানান। তিনি কিডনি সম'স্যা, শ্বা'সক'ষ্ট ও র'ক্তশূন্যতাজনিত রো'গে ভু'গছেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম আহমেদ লিটন জানান, সোমবার রাত থেকে দাদি অসু'স্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। প্রয়া'ত হাবিলদার হাবিবুর রহমান ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে