শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ১০:৪৩:৩৩

নিজ সরকারের ভুলের খেসারত দিচ্ছেন খালেদা জিয়া-তারেক রহমান : গয়েশ্বর রায়

নিজ সরকারের ভুলের খেসারত দিচ্ছেন খালেদা জিয়া-তারেক রহমান : গয়েশ্বর রায়

নিউজ ডেস্ক : ক্ষ'মতায় থাকাকালে নিজ সরকারের ভু'লের খেসা'রত খালেদা জিয়া-তারেক রহমান দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মনের ইচ্ছায়-অনিচ্ছায় সরকারে থাকতে ভু'ল-ভ্রা'ন্তি আমাদের কিছু ছিল। যার খেসারত আজকে জনগণ দিচ্ছেন, আজকে আমরা দিচ্ছি। খেসা'রত তারেক রহমান দিচ্ছেন, খেসা'রত খালেদা জিয়াও দিচ্ছেন।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়া'ত সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের স্মরণে এ সভায় গয়েশ্বর বলেন, যারা অ'পক'র্ম করেছে তারা খেসা'রত দেয় নাই, তারা কিন্তু আমাদের আশপাশে আরও ব'লী'য়ান হওয়ার চেষ্টা করছে।

গয়েশ্বর বলেন, ২১ আগস্টের ঘ'টনার প্র'কৃ'ত দো'ষীরা এখনও বেঁচে আছে, নিরা'পদে আছে এবং ভালো আছে। এ ঘ'টনা বাংলাদেশের ভাবনা থেকে হয়নি, এ ভাবনার পরিক'ল্প'না অন্য কোথাও বসে করা হয়েছে। বিএনপির নেতৃত্বকে ক'ব'র দিতেই ২০০৪ সালে সং'ঘ'টিত একুশে আগস্টের ঘ'টনা 'এক-এগারোর রি-এরে'জমে'ন্ট'। ২১ আগস্টের ঘ'টনাটা শেখ হাসিনাকে মা'রার বড় চ'ক্রা'ন্ত- এখানেই সীমাব'দ্ধ ছিল না। যদি থাকে- এ চ'ক্রা'ন্ত ছিল সেদিন জাতী'য়তাবা'দী শ'ক্তির নেতৃত্বের ক'ব'র দেয়া। এটা একটা রাজনৈতিক অ'স্ত্র হিসেবে বিএনপির ওপর প্রয়োগ করা হয়েছে।

২১ আগস্টের ঘ'টনার দিনটি 'ভালো দিন নয়' অভি'হিত করে ওই সময়ে সেপ্টেম্বরে ভারতীয় টেলিভিশনে দেয়া সাক্ষাতকারের বক্তব্য উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ''ওই দিনটি কোনো ভালো দিন আমি বলি না। এটা কোনো রাজনৈতিক দলের জন্যই কারও জন্য কাম্য নয়। দুই শতাধিক আসন নিয়ে তখন বিএনপি ক্ষ'ম'তাসী'ন। একটা স্টেবল গভর্মেন্ট ক্ষ'মতাসী'ন সরকার কখনই চাইবে না সেই সরকারকে আ'নস্টে'বল করতে। ২১ আগস্টের ঘ'ট'নাটি রাষ্ট্রকে আ'নস্টে'বল করা, উ'সকা'নি দেয়া, সু'ড়সু'ড়ি দেয়া, অর্থাৎ সরকারকে বি'ব্র'ত করা দেশে-বিদেশে সব ক্ষেত্রে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে