সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ১০:২৩:০৩

ইসলাম নয় ক্ষমতা-ই জামায়াতের কাছে প্রধান: চরমোনাই পীর

ইসলাম নয় ক্ষমতা-ই জামায়াতের কাছে প্রধান: চরমোনাই পীর

নিউজ ডেস্ক : ইসলামী আ'ন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম জামায়াতে ইসলামী সম্পর্কে বলেন, ইসলামের যে আদর্শ আছে সেখান থেকে অনেকটাই স'রে গিয়ে জামায়াত রাজনীতি করছে। আমরা যেটা মনে করি, জামায়াতের কার্যক্রমে যা প্রকাশ পায় তা হল- ক্ষমতাই তাদের কাছে প্রধান। তারা শুধু ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছে। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে চরমোনাই পীর এসব কথা বলেন।

ইসলামী আ'ন্দোলন বাংলাদেশ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ১৯৮৭ সালে দলটি প্রথমে ইসলামী শাসনতন্ত্র আ'ন্দোলন নামে প্রতি'ষ্ঠিত হয়। ওই সময়ে দলটির আমীর ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম। ২০০৬ সালে তিনি ই'ন্তেকাল করলে তার ছেলে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম দলের আমীর নির্বাচিত হন। পরে ২০০৮ সালে দলের নাম পরিবর্তন করে ইসলামী আ'ন্দোলন বাংলাদেশ নামকরণ করা হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত দলটি গত একাদশ সংসদ নির্বাচনে সব কটি আসনে প্রার্থী দিয়েছিল।-যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে