মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ১১:৪৬:৩৯

মুক্তিযু'দ্ধের সেক্টর কমা'ন্ডার সি আর দত্ত আর নেই

মুক্তিযু'দ্ধের সেক্টর কমা'ন্ডার সি আর দত্ত আর নেই

নিউজ ডেস্ক : বাংলাদেশের মুক্তিযু'দ্ধে ৪ নম্বর সেক্টরের কমা'ন্ডার মেজর জেনারেল (অব:) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর ৮ মাস। ফ্লোরিডায় বয়েন্টনবিচ বেথেস্ডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সোমবার দিবাগত রাত সোয়া ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যা'গ করেন। চিকিৎসকদের উ'দ্ধৃতি দিয়ে তার কনিষ্ঠ জামাতা প্রদীপ দাসগুপ্ত এ সংবাদদাতাকে জানান।

উল্লেখ্য, কনিষ্ঠ কন্যা কবিতা দাসগুপ্ত হ্যাপির ফ্লোরিডায় বাসায় অবস্থান করছিলেন সি আর দত্ত। গত বৃহস্পতিবার ওই বাসার বাথরুমে পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালি ভে'ঙে যায় বলে তার জামাতা প্রদীপ দাস গুপ্ত জানান। সাথে সাথে তাকে নিকটস্থ বেথেস্ডা ওয়েস্ট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর চিকিৎসকরা তার গোড়ালিতে মাইক্রো সার্জারি করেন। সে সময় তাকে সম্পূর্ণভাবে অ'জ্ঞান (এনেসথেসিয়া) করতে হয়। তিনি এ্যাজমায় আক্রা'ন্ত থাকায় এই সার্জা'রির পরই শ্বাস নিতে ক'ষ্ট মা'রাত্ম'কভাবে বেড়ে যায়। একইসাথে তার কিডনিও অ'চল হয়ে পড়েছিল।

বয়সের ভারে ন্যুব্জ এই জেনারেলকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে জ্ঞা'ন ফিরিয়ে আনা সম্ভব হলেও কথা বলেছেন অসংল'গ্নভাবে। গুপ্ত জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার অবস্থার সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছিলেন। তবে তার চিকিৎসার ব্যাপারে তারা হাল ছেড়ে দিয়েছিলেন সোমবার দুপুরেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে