শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৬:২২

ঢাকায় কুকুর নিধ'ন বন্ধ করে জন্মনিয়ন্ত্রণ বাস্তবায়ন করুন: মানেকা গান্ধী

ঢাকায় কুকুর নিধ'ন বন্ধ করে জন্মনিয়ন্ত্রণ বাস্তবায়ন করুন: মানেকা গান্ধী

নিউজ ডেস্ক : কুকুর নি'ধ'ন এবং অ'পসা'রণ ব'ন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে চিঠি লিখেছেন বিশিষ্ট প্রাণী অধিকার কর্মী ও সাংসদ মানেকা সঞ্জয় গান্ধী। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে ভারতের এই রাজনীতিবিদ তাপসকে কুকুর হ'ত্যা থামানোর আহ্বান জানান।

মানেকা গান্ধী বলেন, ''ঢাকার অসংখ্য সচেতন নাগরিকের বার্তায় আমরা শ'ঙ্কি'ত। গত কয়েক সপ্তাহ ধ'রে অনেক কুকুরকে মে'রে ফেলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সা'ম'ঞ্জ'স্য রেখে পশুর জন্মনি'য়'ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করুন।'' বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন-২০১৯'র উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ''বাংলাদেশের আইন অনুযায়ী কুকুর নি'ধ'ন এবং অ'পসা'রণ বে'আ'ইনি।''

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, ''ঢাকা শহরের আনুমানিক ৬০ হাজারের মতো বেও'য়া'রিশ কুকুর থাকতে পারে। তবে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। এসব কুকরকে অ'পসা'রণ কিংবা নি'ধ'নের কার্যক্রম শুরু করেছে প্রশাসন। কয়েক দিন ধ'রে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুর মা'রার ভিডিও এবং ছবি দেখা যাচ্ছে। এই কার্যক্রম ব'ন্ধের নির্দে'শনা চেয়ে হাইকোর্টে রি'ট আবেদন করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে