শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩২:২৭

ঢাকায় বাংলাদেশ বিমানবাহি'নীর নতুন হারকিউলিসকে অভ্যর্থনা

ঢাকায় বাংলাদেশ বিমানবাহি'নীর নতুন হারকিউলিসকে অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য থেকে কেনা পাঁচটি সি-১৩০জে বিমানের তৃতীয়টি গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ বিমানবা'হি'নী ঘাঁ'টি বঙ্গবন্ধুতে অবতরণ করেছে। বিমানবা'হি'নীর নিজস্ব ব্যবস্থাপনায় এটিকে নিয়ে আসা হয়েছে। 

আন্তঃবা''হিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই মি'শনের নেতৃত্বে ছিলেন বিমানবা'হি'নীর গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। যাত্রাপথে বিমানটি কায়রো (মিসর) ও মাসকাটে (ওমান) অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দি'কনির্দে'শনায় সরকার বিমানবা'হি'নীর আধুনিকায়নে সচেষ্ট। 

এরই ধা'রাবা'হিকতায় যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ারফোর্সের সঙ্গে করা ক্রয় চু'ক্তি এবং মা'র্শা'ল অ্যা'রোস্পে'স অ্যান্ড ডি'ফে'ন্স গ্রুপের সঙ্গে র'ক্ষ'ণাবে'ক্ষণ চু'ক্তির মাধ্যমে বিমানবা'হি'নীতে যু'ক্ত করা হচ্ছে।

বিমানবাহিনী ঘাঁ'টি বঙ্গবন্ধুতে ঐতিহ্যগত রীতি মেনে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবা'হি'নী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে পরে ব্রিফ করেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার। সি-১৩০জে অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তিসম্পন্ন পরিবহন বিমান, যা মালামাল, সেনা পরিবহনসহ দেশে-বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শা'ন্তির'ক্ষা মি'শনে ব্যবহৃত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে