শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৯:৪২

ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে আল্লামা শফীর ভূমিকা অনস্বীকার্য : তথ্যমন্ত্রী

ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে আল্লামা শফীর ভূমিকা অনস্বীকার্য : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের কওমি মাদ্রাসাসমূহের শীর্ষ সং'গ'ঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, বেফাকুল মাদারিস ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীর মৃ'ত্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শো'ক জানিয়েছেন।

তিনি বলেন, আল্লামা শফী দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীন ও বৃহত্তম চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে তার ভূমিকা অ'নস্বী'কার্য।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আল্লামা শাহ আহমদ শফীর ইন্তে'কালে গভীর শো'ক ও দুঃ'খ প্রকা'শ করেছেন। ব্রাসেলস সফররত ত'থ্যমন্ত্রী ম'র'হুমের বিদে'হী আত্মার মাগফিরাত কামনা এবং শো'কস'ন্ত'প্ত পরিবার ও গু'ণগ্রা'হীদের প্রতি গ'ভী'র স'মবে'দ'না জানান।

শো'কবা'নীতে বলা হয়, মরহুমের বয়স হয়েছিল ১০৪ বছর। চট্টগ্রামের একই উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে আন্তরিক শ্র'দ্ধা জানান মন্ত্রী। চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃ'ত্যুকালে দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে