মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮:১৪

নূরের বিরু'দ্ধে আইন অ'নুযায়ী ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নূরের বিরু'দ্ধে আইন অ'নুযায়ী ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : ঢাবি ছাত্রীর দা'য়ের করা মা'ম'লায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বি'রু'দ্ধে আইন অ'নু'যায়ী ব্যব'স্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জ'বাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূরের বি'রু'দ্ধে ধ'র্ষ'ণ মা'ম'লা হয়েছে, মা'ম'লার ত'দ'ন্ত করছে পুলিশ। সব আমাদের ন'লে'জে রয়েছে। যেভাবে অ্যা'ড্রে'স করা দরকার পুলিশ সেভাবেই ত'দ'ন্ত করছে। আইন অ'নুযা'য়ী ব্যব'স্থা নেয়া হবে।

অ'পহ'রণ, ধ'র্ষ'ণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চ'রি'ত্রহ'ন'নের অভি'যোগে ভিপি নূরের বি'রু'দ্ধে সোমবার রাতে ঢাকার কোতোয়ালি থানায় নারী ও শিশু নি'র্যা'ত'ন দ'ম'ন আইন এবং ডিজিটাল নি'রাপ'ত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির একজন ছাত্রী। এ মা'ম'লায় নূরসহ ছাত্র অধি'কার পরিষদের মোট ছয়জনকে আ'সা'মি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে