বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৩:১৯

প্রস্তুতি সম্পন্ন হলেও এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধা'ন্ত বৃহস্পতিবার

প্রস্তুতি সম্পন্ন হলেও এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধা'ন্ত বৃহস্পতিবার

নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হলেও স্বাস্থ্যবিধি মেনে কবে এ পরীক্ষা আয়োজন করা যায় তা এখনও চূ'ড়ান্ত হয়নি। সে বিষয়ে সিদ্ধা'ন্ত নিতে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনলাইন বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সভায় উপস্থি'ত থাকবেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বোর্ড থেকে এ ত'থ্য জানানো হয়। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, করোনা পরিস্থি'তির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের সব প্র'স্তুতি সম্পন্ন করেছি। শিক্ষা মন্ত্রণালয় নি'র্দেশনা দিলে পরীক্ষা গ্রহণ শুরু করবো। পরীক্ষা সংক্রা'ন্ত সি'দ্ধান্ত নিতে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সব শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্র'স্তাব তৈরি করবো।

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ জানান, এইচএসসি পরীক্ষা সংক্রা'ন্ত বিষয়ে ২৪ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভা ডাকা হয়েছে। পরীক্ষা কবে ও কীভাবে নেয়া যায় সে বিষয়ে সিদ্ধা'ন্ত হবে।

জানা গেছে, করোনা প'রিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধা'ন্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ, করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে