বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৬:৩৩

সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না : পররাষ্ট্রমন্ত্রী

সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : ভিসা জ'টি'লতার আ'শ'ঙ্কায় দ্রুত সৌদি আরবে পৌঁছাতে প্লেনের টিকেটের দাবিতে আ'ন্দো'লনরত সৌদি প্রবাসীদের বি'শৃ'ঙ্খ'লা না করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি সরকার এ ধ'রনের কর্মকাণ্ড পছন্দ করেন না তবে শান্ত থাকলে এ সম'স্যার সমা'ধান সম্ভব বলেও জানান তিনি।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মু'খোমু'খি হয়ে তিনি এ অ'নুরো'ধ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের প্রতি অ'নুরো'ধ আপনারা বিশৃ'ঙ্খ'লা করবেন না। আমরা সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, সৌদি সরকার এ ধ'রনের ক'র্মকা'ণ্ড পছন্দ করেন না। তবে শান্ত থাকলে এ সম'স্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি। ভিসা জ'টি'লতার আ'শ'ঙ্কায় সৌদি আরব ফিরতে প্লেনের টিকিটের জন্য গত কয়েকদিন ধ'রে বি'ক্ষো'ভ করছেন প্রবাসীরা।

করোনা ভাইরাস ম'হামা'রির কারণে বাংলাদেশে আ'টকে পড়া সৌদি প্রবাসীদের ইকামা বা ভিসার মেয়াদ অন্তত তিন মাস বাড়াতে সৌদি আরবকে অ'নুরো'ধ জানিয়েছে সরকার। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার এক আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর সৌদি আরব দূতাবাস ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চিঠি পাঠিয়ে ওই অনুরোধ জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে