বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৪:২৬

উপনির্বাচনে রাতে ভোট হওয়ার সুযোগ নেই: সিইসি নুরুল হুদা

উপনির্বাচনে রাতে ভোট হওয়ার সুযোগ নেই: সিইসি নুরুল হুদা

পাবনা: পাবনা-৪ আসনের উপনির্বাচনে রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্র'স্তুতি নেয়া হয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট কারও বিরু'দ্ধে পক্ষপা'তিত্বের অভি'যোগ পাওয়া গেলে ক'ঠোর ব্যবস্থা নেয়া হবে।’ তবে এখন পর্যন্ত আচরণবিধি ল'ঙ্ঘনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কারোর বিরু'দ্ধে কোনো অভি'যোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ সময় নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে নুরুল হুদা বলেন, ‘আমার হাতে আর কিছু নেই। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা দরকার সবই আপনাদের দিয়েছি। আপনারা সুষ্ঠুভাবে ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি।’

সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবদুল মান্নান, পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, পাবনা-৪ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল আলম, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক আমিনুল কবির তরফদার এবং এনএসআই, ডিজিএফআইসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার পাবনা সার্কিট হাউসে উপনির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান ও ভোটকেন্দ্র পরিদর্শন করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে