সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০:৩৪

তলা ফেটে লঞ্চে পানি, ভ'য়ান'ক মুহূর্তে দুই শতাধিক যাত্রী উ'দ্ধার!

তলা ফেটে লঞ্চে পানি, ভ'য়ান'ক মুহূর্তে দুই শতাধিক যাত্রী উ'দ্ধার!

নিউজ ডেস্ক : কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ড্রে'জারের পাইপের সাথে ধা'ক্কা লেগে তলা ফে'টে যাওয়া লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রীকে উ'দ্ধা'র করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সবাইকে উ'দ্ধা'র করে নি'রা'পদে নিয়ে আসা হয়। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু'র্ঘ'টনার কবলে পড়ে এমভি শ্রেষ্ঠ-২ নামে লঞ্চটি। কাঁঠালবাড়ি লঞ্চঘাটের বিআইডব্লিউটিএর পরিদর্শক মো. আক্তার হোসেন জানান, সন্ধ্যায় ৬টা ৫৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে এমভি শ্রেষ্ঠ-২ নামে লঞ্চটি মাদারীপুরের কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে আসে। 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চায়না চ্যানেলের কাছে আসলে নদীতে চলমান ড্রেজারের পাইপের সাথে ধা'ক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। পরে ফে'টে যাওয়া তলা দিয়ে হু হু করে লঞ্চের ভেতর পানি ঢু'কতে শুরু করে। উপায় না পেয়ে মাস্টার, লঞ্চটিকে পাশের চরের কাছাকাছি নিয়ে যায়। পরে সেখানে নোঙ্গর করে রাখা হয় লঞ্চটি। এ সময় যাত্রীরা চিৎ'কার চেঁ'চামে'চি শুরু করে।

খবর পেয়ে কাঁঠালবাড়ি থেকে একাধিক লঞ্চ গিয়ে দু'র্ঘ'টনা ক'ব'লিত লঞ্চের সব যাত্রীকে উ'দ্ধা'র করে নি'রা'পদ নিয়ে আসে। পরে আস্তে আস্তে লঞ্চটি অর্ধেকেরও বেশি পদ্মা নদীতে ডুবে থাকে। লঞ্চটিকে উ'দ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশা'সন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে