বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৬:৩০

রিফাত হ'ত্যা মামলার রায়ের পর যা বললেন আইনমন্ত্রী

রিফাত হ'ত্যা মামলার রায়ের পর যা বললেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : রিফাত হ'ত্যা মামলার রায় দেশের অন্যান্য আলো'চিত মামলায় প্রভা'ব ফেলবে, যা নি'ষ্প'ত্তিতে গতি আনবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, এ রায় নিঃ'স'ন্দে'হে আইনের শা'সন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচিত রিফাত হ'ত্যাকা'ণ্ডের রায়ের প্রতি'ক্রিয়ায় বুধবার (৩০ সেপ্টেম্বর) আনিসুল হক এমন মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ''আমার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন তা এসব চা'ঞ্চল্যকর মামলার নি'ষ্প'ত্তির মধ্য দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। বিশেষ করে প্রসিকিউশন টিম এসব মামলার ব্যা'পারে সি'রিয়াস ভূমিকা রাখছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আমি শুকরিয়া আদায় করি।''

''আলোচিত অনেক মামলার নি'ষ্প'ত্তিতে ধী'রগ'তি লক্ষণীয়''- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ''অ'পরা'ধ করলে মামলা হয়নি বা মামলা হলেও নি'ষ্প'ত্তি হয়নি বিএনপি-জামায়াতের আমলে। কিন্তু শেখ হাসিনার সরকার সেই নীতি ভে'ঙে দিয়েছে। যেসব মামলা সমাজকে না'ড়া দিয়েছে তার নি'ষ্প'ত্তি দিয়ে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এ গু'রু'ত্বের কারণেই মানুষ রায় পাচ্ছে এবং সবাই আইনি সুবিধা ভোগ করতে পারছে।''

বহুল আলো'চিত বরগুনার রিফাত শরীফ হ'ত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁ'সির আদে''শ দিয়েছেন আদালত। একই মামলায় চারজনকে খা'লা'স প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরি'মানা করেছেন আদালত। বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

রিফাত হ'ত্যা মামলার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ''আদালত সাক্ষ্য-প্র'মাণের ভিত্তিতে রায় দিয়েছে। এখানে আমার প্রতি'ক্রি'য়া জানানোর কিছু নেই। রায়ের কপি না পড়লে কিছুই বলা ঠিক হবে না। রায়ের সার্বিক প'র্যালো'চনা থেকে বলতে পারি, নিশ্চয় বিচার বিভাগে এর ইতিবাচক প্রভাব পড়বে। একটি মামলা নি'ষ্প'ত্তির জন্য যেসব পক্ষ সং'শ্লি'ষ্ট তারা সবাই রায় থেকে গতি স'ঞ্চা'র করতে পারবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে