বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০১:১৭:২৩

রোহিঙ্গাদের বিরু'দ্ধে সংঘটিত গণহ'ত্যা মা'মলায় ওআইসির সহায়তা চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের বিরু'দ্ধে সংঘটিত গণহ'ত্যা মা'মলায় ওআইসির সহায়তা চাইল বাংলাদেশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে রোহিঙ্গাদের বিরু'দ্ধে সংঘটিত গণহ'ত্যার মামলা পরিচালনায় সভায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রের সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

আদালতে রোহিঙ্গাদের বিরু'দ্ধে সংঘ'টিত গণহ'ত্যা ও মানবাধিকার ল'ঙ্ঘনের মা'মলা পরিচালনার জন্য ওআইসি এবং এর সদস্য দেশগুলোর কাছে তহবিল গঠনে সহায়তা চাইলেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।

রিয়াদে রোহিঙ্গাদের বিরু'দ্ধে সংঘটি'ত মানবাধিকার ল'ঙ্ঘনের জন্য জবাবদি'হিতা সম্পর্কিত ওআইসির অ্যাডহক মন্ত্রিসভা কমিটি আজ এক পরামর্শমূলক সভায় ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রদূত এ আহ্বান জানান। এতে বাংলাদেশ, তুরস্ক, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, সুদান ও জিবুতির স্থায়ী প্রতিনিধি এবং ওআইসির মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে