সোমবার, ০৫ অক্টোবর, ২০২০, ০৬:৫৬:২৭

অপকর্ম করলে রাজনৈতিক পরিচয়ে কেউ ছাড় পায়নি, পাবেও না: তথ্যমন্ত্রী

অপকর্ম করলে রাজনৈতিক পরিচয়ে কেউ ছাড় পায়নি, পাবেও না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : ধ'র্ষ'কদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ''যারা এ ধরনের অ'পকর্মের সঙ্গে যুক্ত, যারা এগুলো করছে, তারা হচ্ছে দু'ষ্কৃ'তকারী। তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। সরকার এ ধ'রনের দু'ষ্কৃ'তকারীদের ক'ঠো'র হাতে দ'মনে ব'দ্ধপ'রিকর। এর আগেও এ ধ'রনের যেসব ঘ'টনা ঘ'টেছে, অনেকগুলোর দৃ'ষ্টা'ন্তমূলক শা'স্তি হয়েছে। রাজনৈতিক পরিচয়ে কেউ ছাড় পায়নি, পাবেও না।

আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ''অনেক শা'স্তি কার্যকরও করা হয়েছে। এ ধ'রনের ঘ'টনা আগে ঘ'টেনি তা কিন্তু নয়, আগেও ঘ'ট'ত। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের এত ব্যা'প'কতা ছিল না। ফলে এ ঘ'ট'নাগুলো আড়ালে থেকে যেত। এখন বেশিরভাগ ঘ'টনা আ'ড়ালে থাকে না। সব ঘ'টনাই প্রকা'শ্যে আসে। এ বিষয়টি ভালো। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা সোচ্চার এবং এ বিষয়গুলো তু'লে ধ'রছেন, সেজন্য তাদের ধন্যবাদ। সরকার ও প্রশা'সনের পক্ষ থেকে এ ধ'রনের ঘ'টনা যারা ঘ'টাচ্ছে, তাদের বি'রু'দ্ধে ব্যবস্থা নিতে সহজ হচ্ছে।''

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ''মাঝেমধ্যে বিএনপির পক্ষ থেকে এ ধ'রনের ঘ'টনাকে রাজনৈতিক রূপ দেওয়ার অ'পচে'ষ্টা চালানো হয়। ২০০১ সালের পর আট বছরের শিশু, অ'ন্তঃস'ত্ত্বা নারীকেও ধ'র্ষ'ণ করা হয়েছে এবং পুরো গ্রাম অ'বরু'দ্ধ করে নৌকায় ভোট দেওয়ার অ'পরা'ধে সেখানকার নারীদের ধ'র্ষ'ণ করা হয়। সেই দুঃ'স'হ স্মৃতি এখনও অনেকে বয়ে বেড়াচ্ছেন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে