মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০, ০৬:১৯:৩৪

নোয়াখালী-সিলেটের ঘ'টনায় আইন অনুযায়ী সর্বোচ্চ শা'স্তির ব্যবস্থা করব : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী-সিলেটের ঘ'টনায় আইন অনুযায়ী সর্বোচ্চ শা'স্তির ব্যবস্থা করব : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ''নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা।'' মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''আইনের শা'সন আছে বলেই অপরা'ধীদের আইনের আওতায় আনা হচ্ছে, কিন্তু নি'পী'ড়করা মানুষ না, এরা অমানুষ, এ জন্যই এমন ঘ'টনা ঘ'টছে।'' এর আগে, রোববার (০৪ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অনৈতিক কাজের অ'পবা'দ দিয়ে এক নারীকে বি'ব'স্ত্র করে মধ্যযু'গীয় কা'য়দায় নির্যা'তন করেছে একদল যুবক। 

ওই নারীকে মা'রধ'র শুরু করেন। একপর্যায়ে পি'টিয়ে নারীকে বি'ব'স্ত্র করে ভিডিও ধা'রণ করে। এ ঘ'টনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাই'রাল হলে তো'লপা'ড় সৃষ্টি হয়। এরপরই পুলিশ অ'ভিযা'ন চালিয়ে আবদুর রহিম (২৪) নামে এক যুবককে আ'টক করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে