বুধবার, ০৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৮:২৩

এই সরকার ক্ষমতায় থাকার সব অধিকার হারিয়েছে : মির্জা ফখরুল

এই সরকার ক্ষমতায় থাকার সব অধিকার হারিয়েছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : সরকার ক্ষমতায় থাকার সব অধিকার হা'রিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই– সরকার ক্ষ'মতায় থাকার সব অধিকার হারিয়েছে। তাদের ক্ষ'মতায় থাকার কোনো ধ'রনের কা'রণ নেই।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নোয়াখালীতে নারীকে নির্যা'তনের পর ভিডিও ছড়িয়ে দেয়ার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে যে লো'মহ'র্ষ'ক ভ'য়াব'হ ঘ'টনা ঘ'টেছে, তা সব জাতি শুধু নয়; আমার মনে হয় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।

তিনি বলেন, শুধু নোয়াখালীর ঘ'টনাই নয়, গত কয়েক মাসে আপনারা ল'ক্ষ্য করেছেন, ধ'র্ষণের মহোৎসব শুরু হয়েছে। নারীর শ্লী'লতাহা'নি, নারীর ওপর নি'র্যাত'ন– এটি এখন এই অ'বৈ'ধ সরকারের নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছে। অর্থনীতি আজ ধ্বং'সের মুখে। মানুষের জীবনের কোনো নিরা'পত্তা নেই। আজকে এই দেশে সবচেয়ে অস'হায় অবস্থায় আছেন আমাদের মা-বোনেরা। প্রতি মুহূর্তে তারা নিজেদের নিরা'পত্তা নিয়ে চি'ন্তি'ত হয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই– এই সরকারের ক্ষ'মতায় থাকার আর কোনো অধিকার অব'শিষ্ট নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে