বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ০৬:৩৭:৩৪

আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : ধ'র্ষ'ণ, নারী ও শিশু নি'র্যা'তনের প্র'তিবা'দে আ'ন্দো'লনকে ভি'ন্ন খাতে প্র'বা'হিত করার অ'পচে'ষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ ব্যাপারে সবাইকে স'ত'র্ক থাকার অ'নুরো'ধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার অ'পরা'ধীদের ক'ঠো'র শা'স্তি দিতে ব'দ্ধপরিকর এবং সেই ল'ক্ষ্যে কাজ করছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠান শেষে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশে ইদানীং যে অনৈ'তিক ঘ'টনা ঘটছে বিশেষ করে নারী, শিশু নি'র্যা'তনসহ নানা অ'পক'র্ম- সেগুলোর ব্যাপারে ক'ঠো'র শা'স্তি দিতে সরকার ব'দ্ধপরিকর। তাদের বি'রু'দ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফ'তারসহ আইনগত প'দক্ষে'প নেয়া হয়েছে। 

এ বিষয়ে প্রতিবাদ হবে, হওয়াটা স্বাভাবিক এবং প্র'তিবা'দ হলে সরকারের পক্ষে এ বিষয়ে প'দক্ষে'প নেয়া সহজ হয়। কিন্তু এই প্র'তিবা'দ করতে গিয়ে যারা সরকারের প'দত্যা'গ চায় বা প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে তখন বুঝতে হবে এদের উদ্দে'শ্য নারী ও শিশু নি'র্যা'তনকারীদের শা'স্তি দেয়া নয়। তাদের উদ্দে'শ্য এই ইস্যুর আ'ড়ালে তাদের রাজনৈতিক উদ্দে'শ্য চরিতার্থ করা। এটি আসলে এই ঘ'টনা ভি'ন্নখা'তে প্রবা'হিত করার অ'পচে'ষ্টা। এ ব্যাপারে সবাইকে স'ত'র্ক থাকতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, দেশে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাই অন্য কোনো ইস্যু ধ'রে বিরো'ধী দল ও বিএনপিসহ অন্য কিছু গো'ষ্ঠী দেশে বিশৃ'ঙ্খ'লা সৃষ্টির অ'পচে'ষ্টা অতীতেও চালিয়েছে। যারা এই নারী নির্যা'তনকারীদের বি'রু'দ্ধে আ'ন্দো'লন করছে। আমি মনে করি আ'ন্দো'লন হওয়া ভালো। এগুলোর প্রতি'বাদ হলে সরকারের পক্ষেও ব্যবস্থা নেয়া সহজ হয়। আমি এ ব্যাপারে সবাইকে সত'র্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে