রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১১:৪০:৫১

বিএনপির আগে অনুমতি চাওয়ার দাবি আ’লীগের

বিএনপির আগে অনুমতি চাওয়ার দাবি আ’লীগের

ঢাকা : ৫ জানুয়ারির নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে সমাবেশ কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। মঙ্গবার সেখানে প্রধান এই দুই রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে রোববার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেছেন, বিএনপির আগে তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়েছে। তিনি বলেন, ‘৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করার জন্য গত ৩১ ডিসেম্বর লিখিতভাবে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। কিন্তু আন্দোলনের ইস্যু তৈরির জন্য বিএনপি এখন সেখানে সমাবেশ করতে চাচ্ছে।’ শনিবার সকালে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ বরাবরে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। এরই মধ্যে সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক আব্দুস সোহবান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ জানুয়ারি রাজধানীর ১৮টি স্থানে একযোগে সমাবেশ করবে আওয়ামী লীগ, যার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানও রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনে টানা দ্বিতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। ৩০০ আসনের অর্ধেকের বেশি আসনে কোনো ভোটই হয়নি। এরপর ৫ জানুয়ারিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আর বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। প্রসঙ্গত, গত বছর ৫ জানুয়ারির দিনটিকে ঘিরে ঢাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। সরকার বিএনপিকে জনসভার অনুমতি না দেওয়ায় দলটি টানা অবরোধ কর্মসূচির ডাক দেয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দি করা হয়। এরপর থেকেই দীর্ঘ প্রায় দুই মাস দেশে রাজনৈতিক সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। টানা ৯২ দিন ধরে বিরোধী দলের ওই অবরোধ কর্মসূচির সময় পেট্রোল বোমাসহ নানা সহিংসতার ঘটনা ঘটে। এ সময় অনেক প্রাণহানি হয়। ৩ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে