শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০, ০৬:০৩:৫৭

আবারও দেশের ঝড়বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আবারও দেশের ঝড়বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক : দেশের আবারও ঝড়বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনে বৃষ্টিপাতের প্র'ব'ণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ ত'থ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎ'সং'ল'গ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। 

ল'ঘুচা'পের ব'র্ধিতাংশ বিহার এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম স'ক্রি'য় এবং উত্তর বঙ্গোপসাগরে দু'র্ব'ল অবস্থায় বিরাজ করছে। সারাদেশে দিনের তা'পমা'ত্রা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপ'রিব'র্তিত থাকতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে