শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ০৯:৫২:৩০

বাংলায় পরিবর্তন না আসা পর্যন্ত বিজেপির আগুন নেভানো যাবে না : সুজাতা

বাংলায় পরিবর্তন না আসা পর্যন্ত বিজেপির আগুন নেভানো যাবে না : সুজাতা

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই পশ্চিমবাংলার রাজনীতিতে ভোট-উ'ত্তা'প ছড়িয়ে পড়েছে। করোনার আবহেও তাই বিজেপির নবান্ন অভিযান তৃণমূল কংগ্রেসকে চ্যালে'ঞ্জ দিয়ে গেল। এই অভি'যান থেকেই তৃণমূলকে উ'পড়ে ফেলার ডাক দিয়ে গেলেন বিজেপির নেতা-নেত্রীরা। অনেকে তো আবার ২০২১-এর নির্বাচনী ফল নিয়ে ভবি'ষ্যদ্বা'ণী করে গেলেন।

২০১৯ সালের আগে পর্যন্ত তিনি এবং তার পরিবার একনি'ষ্ঠ তৃণমূলী হিসেবেই পরিচিত ছিল। সেই সৌমিত্র খাঁ এখন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি। তার ডাকেই নবান্ন অভি'যানে বিজেপি ঝড় তুলে দিলেন। আর এই অভি'যানে নেমেই সৌমত্র-পত্নী সুজাতা খাঁ তৃণমূলের বি'রু'দ্ধে চ্যা'লে'ঞ্জ ছুড়ে গেলেন।

নবান্ন অভিযানের শেষে সুজাতা খান বলেন, ''তৃণমূল এবার হা'রছেই। নবান্ন অভিযানে বিজেপির নেতা-কর্মীদের ঢল তারই প্রমাণ দেয়। তৃণমূল যদি ৫০টি আসন পায় আমি অবাক হব। এবার তৃণমূল ৫০টিরও কম আসন পাবে। ক্ষ'মতায় আসবে বিজেপি। তার কথায়, আগামী ছ-মাস আর তৃণমূল সরকারটা থাকবে কি না সংশয়।''

সৌমিত্র-পত্নীর কথায়, ''নবান্ন অভিমুখী যে ঢল নামতে দেখা গিয়েছে বিজেপির যুব মোর্চার অভিযানে, তাতে একুশের বিধানসভা নির্বাচন জয়ের কোনও সম্ভাবনা নেই তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালে'ঞ্জ ছুড়ে সুজাতা বলেন, মমতা তুমি জেনে রাখো বিজেপির আগুন নেভানো যাবে না রাজ্যে পরিবর্তন না আসা পর্যন্ত।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে