রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১২:২৭:২১

ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা-পাল্টি সমাবেশ আহ্বানে নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি রোববার সকালে মিরপুরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান। মন্ত্রী বলেন, আগামী ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশের কর্মসূচি দিয়েছে। দুদলের সমাবেশ নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা খতিয়ে দেখছে। পরিস্থিতি ইতিবাচক হলে পরে ডিএমপি কমিশনার এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনে টানা দ্বিতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। ৩০০ আসনের অর্ধেকের বেশি আসনে কোনো ভোটই হয়নি। এরপর ৫ জানুয়ারিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আর বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। এদিনটি ঘিরে গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারি মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন এবং এ অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) কার্যালয়ে আবেদন করা হয়েছে বলে জানান। এরপর সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে রাজধানীর ১৮টি স্থানে ওইদিন সমাবেশ করার ঘোষণা দেয় আওয়ামী লীগ, যার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানও রয়েছে। তবে আজ রবিবার গোলাপ জানিয়েছেন, বিএনপির আগেই গত ৩১ ডিসেম্বর আওয়ামী লীগ রাজধানীর ১৮টি স্থানে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে। ৩ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে