রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ০৯:০১:১০

কুরআনের আইন কার্যকর করা হলে দেশে ধ'র্ষ'ণ বন্ধ হবে : মুফতি মহিউদ্দিন

কুরআনের আইন কার্যকর করা হলে দেশে ধ'র্ষ'ণ বন্ধ হবে : মুফতি মহিউদ্দিন

নিউজ ডেস্ক : ''সিলেট ও নোয়াখালীসহ সারাদেশে অব্যাহত ধ'র্ষণের বিচার না হওয়ায় দেশে নারী নি'র্যা'তন, স'ন্ত্রা'স, খু'ন ও ধ'র্ষ'ণ ব্যা'পকভাবে বেড়ে চলেছে। দল-মতের ঊর্ধ্বে গিয়ে কুরআনের আইনে বিচার কার্যকর করা হলে সারাদেশে ধ'র্ষ'ণ ব'ন্ধ হয়ে যাবে।''

আজ রবিবার এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আ'ন্দো'লনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ দাবি জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধ'র্ষ'ণের আইন মৃ'ত্যুদ'ণ্ড থাকলেও বাংলাদেশে এই আইন নেই। অবিলম্বে ধ'র্ষ'ণের শা'স্তি মৃ'ত্যদ'ণ্ড আইন করে তা কার্যকর করা হলে সারাদেশে ধ'র্ষ'ণ ব'ন্ধ হয়ে যাবে। 

মুফতি সুলতান মহিউদ্দিন আরও বলেন, ''বাংলাদেশের প্রচলিত আইনে যতটুকু শা'স্তি রয়েছে, বিভিন্ন চা'পের কারণে তা প্রয়োগে ধ'র্ষ'ণের উপযু'ক্ত শা'স্তি হয় না। ইসলামী শরিয়তে ধ'র্ষ'ণের সুনির্দিষ্ট শা'স্তি রয়েছে, তা বাস্তবায়ন হলে সমাজ থেকে ধ'র্ষ'ণ ও ব্য'ভিচারের মত অ'পরা'ধগুলো নি'র্মূ'ল হয়ে যেতে বা'ধ্য।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে