মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ০৯:১১:০৫

'উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে'

'উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে'

নিউজ ডেস্ক : ভারত এবং বাংলাদেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। এই সম্পর্ক আরও গভীরতর হচ্ছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আছে তা আরও গভীর হচ্ছে। ভারতের নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান আখাউড়া স্থলবন্দরে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে তিনি সোমবার (১২ অক্টোবর) ত্রিপুরায় আসেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার দুপুরে তিনি আখাউড়া আগরতলা রেললাইন নির্মাণকাজ পরিদর্শন করেন। এরপর নি'শ্চি'ন্তপুর অংশ দিয়ে বাংলাদেশ থেকে আগরতলায় দুই দেশের রেলসংযোগ এলাকা পরিদর্শন করেন। পরে তিনি আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। 

সেখানে বাংলাদেশ অংশে রাষ্ট্রদূতকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-এ-আলম, ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস ডেপুটি কমিশনার ফকরুল আমীন চৌধুরী, আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ হামিদুর রহমান। এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা, আগরতলা স্থলবন্দর ম্যানেজার দেবাশীষ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। 

আখাউড়া চেকপোস্টে দিল্লির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ছে। এর জন্য অবকাঠামো তৈরি হচ্ছে। এই বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে। আশা করি, এই কাজগুলো শেষ হলে উভয় দেশের জনসাধারণ উপকৃত হবে। তিনি স্থলবন্দর টার্মিনাল, কাস্টমস দফতর ও ইমিগ্রেশন দফতর ভবন ঘুরে দেখেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে