শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানি করবে ভারত। আপাতত ২০ হাজার টন পেঁয়াজ বিদেশে রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটি। তবে যে পদ্ধতিতে পেঁয়াজ পাঠাতে রাজি হয়েছে তাতে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা খুব বেশি লাভবান হবেন না। আর এই রপ্তানির পুরো প্রক্রিয়াটি করতে হবে চেন্নাই সমুদ্র বন্দর দিয়ে।
গত ১৪ সেপ্টেম্বর আচমকাই বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। এতে বিপাকে পড়েন ভারত থেকে এলসি করা বাংলাদেশি পেঁয়াজ আমদানিকারকরা। বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। সীমান্তের ভারতীয় অংশে আটকে পড়ে শত শত পেঁয়াজভর্তি ট্রাক। বাংলাদেশের বাজারে হুহু করে বাড়তে থাকে দাম।
ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানির সবুজ সংকেত দেয় মোদি সরকার। এরইমধ্যে ভারত সরকারের একটি ঘোষণায় বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজ যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও শর্তজুড়ে দেয়ায় তা ফিকে হয়ে গেছে।
আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত পাঁচটি শর্তে ২০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান শর্ত হলো, এই পেঁয়াজ সড়কপথে নয়, সমুদ্রপথে চেন্নাই বন্দর দিয়ে নিতে হবে। আর রফতানির প্রক্রিয়া শেষ করতে হবে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সংশ্লিষ্টরা বলছেন, ভারত সরকারের এই সিদ্ধান্তে তেমন উপকৃত হবে না বাংলাদেশ। ব্যবসায়িকভাবে লাভজনক না হওয়ায় বাংলাদেশি আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে আগ্রহ দেখাবেন না বলেও মনে করেন তারা।
জয়টা তখন সময়ের অপেক্ষা। শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে আবারো নেইমার ঝলক। এবার বোকা বানান পেরুর রক্ষণকে। আরো এক গোলের সাথে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান। সেই সাথে নিশ্চিত হয় ৪-২ গোলের জয়। এই জয়ের মধ্য দিয়ে আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।-সময়নিউজ.টিভি