বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ০৪:৪৭:৪১

এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার: ওবায়দুল কাদের

এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ''এ দেশে বিচারহী'নতার সংস্কৃতি বিএনপির হাত ধ'রেই চালু হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার।'' তার সরকারি বাসভবনে বুধবার (১৪ অক্টোবর) ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।

অনি'য়ম দুর্নী'তি ও সামাজিক অ'পরা'ধের বি'রু'দ্ধে সরকারের অবস্থান ক'ঠো'র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নারীকে অ'বমা'ননা ও ধ'র্ষ'ণের বি'রু'দ্ধে বিদ্যমান আইনে মৃ'ত্যুদ'ণ্ডের বিধান যু'ক্ত করে অধ্যাদেশ জা'রি করার মধ্য দিয়ে সরকারের ক'ঠো'র মনোভাবের প্রতিফলন ঘ'টেছে। আইনের বিধান ক'ঠো'রভাবে কার্যকর হলে অ'পরা'ধীরা ভ'য় পাবে এবং এ সব ঘৃ'ণ্য অ'পরা'ধ নিয়'ন্ত্রণে আসবে। 

সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অ'পরা'ধীদের আশ্রয়- প্রশ্রয়দান বন্ধ করতে হবে এবং তাদের রাজনৈতিক আশ্রয়ের পথও চিরতরে বন্ধ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার যে কোনো অ'পরা'ধ সংগঠিত হওয়ার সাথে সাথে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। ২০০১ সালে বিএনপি ক্ষ'মতায় এসে নারী ও শিশু নির্যা'তনের রেকর্ড করেছিল, তখনকার সময়ে পূর্ণিমা, রহিমা, মাহিমা, ফাহিমাসহ হাজারো নারী নির্যা'তিনে শি'কার হয়েছিল। 

কাদের আরও বলেন, বিএনপি তাদের বিচারতো করেনিই বরং নির্যা'তনের মাত্রা ও ধ'রন সব রেকর্ড অতিক্রম করেছিল। রাষ্ট্রীয় স'ন্ত্রা'স ও পৃষ্ঠপো'ষণে হ'ত্যাকা'ণ্ড চালানো এবং বিচারের পথ বন্ধ করার জনক বিএনপি। শেখ হাসিনা সরকার গঠনের পর এ দেশে বিচারহী'নতার সংস্কৃতি ব'ন্ধ করে বিচারের সংস্কৃতি চালু করেছে। এখন কোনো অ'পরা'ধী অ'পরা'ধ করে রে'হাই পায় না। অ'পরা'ধী যতই প্রভাবশা'লী হোক, দলীয় পরিচয় থাকলেও রেহাই দেয়নি সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে