বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ০৬:৪২:১৯

ঢাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই বিগান ঢাকায় এসেছেন। ভারতে দুই দিনের সফর শেষে বুধবার সন্ধ্যায় ঢাকায় এলেন তিনি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ ত'থ্য নি'শ্চি'ত করেছে। সফরের প্রথম দিন রাজধানীর একটি হোটেলে স্টিফেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে নৈশ্বভোজে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গেও স্টিফেনের সাক্ষাতের কথা রয়েছে। স্টিফেন বিগান নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন।

কূ'টনী'তিক সূত্র বলছে, দু-দেশের আলোচনায় ভূরাজনীতি আর কৌশলগত সহযোগিতার প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের যুক্ততা, রোহিঙ্গা স'ঙ্ক'টের টেকসই সমাধান ও কোভিড-১৯ মো'কাবে'লায় সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যে কৌ'শলগত সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, স্টিফেন বিগানের ঢাকা সফর সেটার প্রমাণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে