শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ১০:২৬:০৯

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

 রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে আরো ৮ থেকে ১২ সপ্তাহ রেস্টে থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি গণমাধ্যমকে বলেন, কিছুক্ষণ আগের খবর হলো রুহুল কবির রিজভীর এনজিওগ্রাম করা হয়েছে। রিপোর্ট মোটামুটি ভালো। সামান্য ব্লক আছে। তবে সেটা ওষুধে চিকিৎসা হবে। আপাতত একমাস চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ চলবে। একমাস পর আবার এনজিওগ্রাম করে পরবর্তী সিদ্ধা'ন্ত নেওয়া হবে।

কতদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, অন্তত ৮ থেকে ১২ সপ্তাহ তাকে রেস্টে থাকতে হবে। এ সময়ের মধ্যে তিনি বাইরে কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। হাসপাতাল থেকে কবে নাগাদ ছাড়া পাবেন জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আরও ২/৪ দিন হাসপাতালে থাকার পর সিদ্ধা'ন্ত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে