শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ০৯:১২:৫১

খোলামেলা পোশাক পরে বিতর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

খোলামেলা পোশাক পরে বিতর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিনের একটি ফটোশুট ঘিরে ত'র্ক বিত'র্ক চলছে। গত বছর বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সানা। ওই সময় তার বয়স ছিল ৩৪ বছর। সম্প্রতি একটি ব্লেজার পরে ট্রেন্ডি নামের একটি সাময়িকীতে পোজ দিয়েছেন সানা। তবে তার পরা সেই ব্লেজারের নিচে শার্ট ছিল না। 

সাময়িকীটির প্রকাশনার সঙ্গে জড়িত মারি পালুসালো জুসিনমাকি জানান, 'সানার ফটোশুট এবং তাকে নিয়ে করা প্রচ্ছদ গল্প নিয়ে প্রচুর বিত'র্ক তৈরি হয়েছে। এমন ফটোশুট আমরা আগেও করেছি। কিন্তু সেসব নিয়ে তখন এমন প্রতি'ক্রিয়া দেখা যায়নি।' ৯ অক্টোবর প্রকাশিত সাময়িকীর নতুন সংস্করণ প্রকাশিত হয়। 

সেখানে সানা ম্যারিন তার সংগ্রামের কথা, পারিবারিক জীবনের সঙ্গে কাজের সমন্বয় নিয়ে কথা বলেছেন। নারীদের লাইফস্টাইল সাময়িকীতে সানাকে নিয়ে আলোচনায় অনেকে হতা'শ। সমালো'চকরা বলছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ। এমন কাজ করে সানা সময়ের অ'পচয় করেছেন। তবে অনেকে আবার সানার পাশে দাঁড়িয়েছেন। অনেক পুরুষ এবং নারী নিজের ছবি পোস্ট করে সানার প্রতি নিজেদের সমর্থনের কথা প্রকা'শ করেছেন।  সূত্র : সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে