রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ০৭:০৭:১৫

কুঁড়িতেই শেষ হয়েছে একটি ফুল, রাসেল আর ফুটতে পারেনি : প্রধানমন্ত্রী

কুঁড়িতেই শেষ হয়েছে একটি ফুল, রাসেল আর ফুটতে পারেনি : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : কুঁড়িতেই শেষ হয়েছে একটি ফুল। আর ফুটতে পারেনি। ছোট ভাই শেখ রাসেলের প্রতিভা, অসীম সম্ভাবনা এবং তার নি'র্ম'ম মৃত্যুর কথা স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বঙ্গবন্ধু বড় মেয়ে শেখ হাসিনা তার ছোট ভাই শেখ রাসেলের কথা স্মৃতিচারণ করেছেন।

রোববার (১৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল-এর ৫৭তম  জন্মদিন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ''আজকে রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালে রাসেলের জন্ম হয়েছিল। কিন্তু তার জীবনটা শেষ হয়ে যায়, একটি ফুল কুঁড়িতেই শেষ হয়ে যায়, রাসেল আর ফুটতে পারেনি। '৭৫ এর ১৫ আগস্ট ঘা'তকের নি'র্ম'ম বুলে'টের আ'ঘা'তে তাকে নি'র্ম'মভাবে চিরবিদায় নিতে হয়।''

রাসেলের জন্মের সময়ের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ''রাসেলের জন্মদিনের কথাটা এখনো আমার মনে পড়ে। একটা ছোট্ট শিশু আসবে, আমাদের পরিবারে, আমি কামাল-জামাল, রেহানা আমরা সবাই খুব উৎসাহিত এবং বেশ উত্তে'জিত ছিলাম কখন সেই শিশুটির কান্না আমরা শুনবো, কখন তার আওয়াজটা পাবো, কখন তাকে কোলে তুলে নিবো। আর সেই ক্ষণটা যখন এলো তা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের সময় ছিল। ছোট্ট শিশুটি আমাদের সবার চোখের মনি ছিল।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে