শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ০২:৪৬:১০

মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ

 মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ

নিউজ ডেস্ক : ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে  ইসলামী সংগঠনগুলোর প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল রাজধানীর পাশাপাশি সারা দেশেও প্রতিবাদ জানানো হয়েছে। কর্মসূচি থেকে বক্তারা ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান।

খেলাফত মজলিস : সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করা হয়েছে। ফ্রান্সের ইসলামবিদ্বেষ ও মহানবী (সা.)-এর অবমাননায় বিশ্বের ২০০ কোটি মুসলমান ব্যথিত হয়েছে। ফ্রান্সের এহেন ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করতে হবে।

মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, হাফেজ মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলনের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা জেলা শাখা দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজে সমাবেশের আয়োজন করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে