‘আর কারো জীবন গেলে খালেদাকে পাঠাব পাকিস্তানে’
ঢাকা : আর সহ্য করা হবে না। আরেকটা পেট্রলবোমা মারলে, একজন মানুষের জীবন গেলে বসে থাকবো না আমরা। পাকিস্তানের খালেদাকে পাকিস্তানেই পাঠিয়ে দেব।
রোববার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনা কর্মকর্তার গণবিচারের দাবিতে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।
শাজাহান খান বলেন, মানুষের পায়ে যদি গ্যাংগ্রিন হয় তাহলে তাকে বাঁচাতে অপারেশন করে তার পা কেটে ফেলতে হয়। বিএনপি-জামায়াত নেত্রী খালেদা জিয়া একটা গ্যাংগ্রিন। অপারেশন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নির্মূল না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতা মতিউর রহমান নিজামির ফাঁসির দাবিতে ৬ জানুয়ারি সকাল ৯টা থেকে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেবে বলেও জানান নৌ-পরিবহন মন্ত্রী।
সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবেদ খান, নারী নেত্রী শিরীন আক্তার, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি ইছমত কাদের গামা প্রমুখ।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�