মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ১১:৩৬:৩৩

১৫ আগস্ট ও ৩ নভেম্বর দুই হ'ত্যাকাণ্ডেই জিয়াউর রহমান জড়িত : তথ্যমন্ত্রী

১৫ আগস্ট ও ৩ নভেম্বর দুই হ'ত্যাকাণ্ডেই জিয়াউর রহমান জড়িত : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : ১৫ আগস্ট বঙ্গবন্ধু হ'ত্যাকাণ্ড ও ৩ নভেম্বর জেলহ'ত্যা দুটিতেই জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার জেলহ'ত্যা দিবসে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

মন্ত্রী এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের এবং ৩ নভেম্বর নিহ'ত জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে কারাগারের অভ্যন্তরে নি'র্ম'মভাবে হ'ত্যা করা হয়েছিল। প্রকৃতপক্ষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হ'ত্যা এবং ৩ নভেম্বর জেলহ'ত্যা-এ দুই হ'ত্যাকাণ্ডের সঙ্গেই জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে