রবিবার, ০৮ নভেম্বর, ২০২০, ০৮:২৩:২৬

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আসায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর কোনো খুনিকে নতুন প্রশাসন আশ্রয় দেবে না উল্লেখ করে খুনিদের হস্তান্তর করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ''এই নির্বাচনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। তবে মনে করি আরও কিছু কমন গ্রাউন্ডে গভীরভাবে কাজ করা সুযোগ হবে। মাইগ্রেশন ইস্যুতে, ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে, মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে এই বিষয়গুলোতে নতুন প্রশাসন আমাদের মতো রাষ্ট্রগুলোর যে প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে